হাউড্রোজেন চালিত গাড়ি
- ২১ মে ২০২২, ০৩:১৬
হাইড্রোজেন ফুয়েল সেল-চালিত স্পোর্টস ইউটিলিটি ভেহিকল (এসইউভি) উন্মোচন করেছে গাড়ি নির্মাতা ফরাসি কোম্পানি রেনো। গত বৃহস্পতিবার এই গাড়ির প্রোটোটাইপ উন্মোচনের মাধ্যমে পরিবেশবান্ধব গাড়ির দুনিয়ায় নতুন সংযোজন হলো। সিনিক ভিশন নামের এই গাড়ি ২০৩০-৩২ সালের আগে বাণিজ্যিকভাবে পাওয়া যাবে না। তবে এর একটি একটি পূর্ণ বৈদ্যুতিক সংস্করণ ২০২৪ সালে বাজারে আসবে! বৈদ্যুতিক গাড়ির মতো এই গাড়িতেও বৈদ্যুতিক মোটর ব্যবহৃত হয়েছে, তবে মোটরটি হাইড্রোজেন সেল থেকে পাওয়া বিদ্যুতে চলার ফলে ব্যাটারির সক্ষমতা বাড়িয়ে দেবে?
রেনো বলছে, ১৬ কিলোওয়াট ক্ষমতার ব্যটারিতে এই গাড়ি এক চার্জে ৮০০ কিলোমিটার পর্যন্ত চলবে। আর ব্যাটারিটির ওজন অর্ধেকে নামিয়ে আনার ফলে সব মিলিয়ে কার্বন দূষণ কমিয়ে আনা যাবে তিন-চতুর্থাংশ।
তেলে চলা প্রচলিত ইঞ্জিনের গাড়ি উৎপাদন থেকে বৈদ্যুতিক গাড়ি বিভাগকে আলাদা করার পরিকল্পনা এগিয়ে নেওয়ার পরই সিনিক ভিশনের ঘোষণা দিলো রেনো।
এর আগে ?এশিয়ার নির্মাতা টয়োটা?? এবং হুন্ডাই এরইমধ্যে বাজারে হাইড্রোজেন সেল চালিত গাড়ি এনেছে। আর, বিএমডাব্লিউ একটি ছোট ব্যাচ সিরিজ আকারে এ বছরই হাইড্রোজেন চালিত আইএক্স৫ আনার পথে আগাচ্ছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা